uttargramblhighschool@gmail.com ০১৩০৯-১২৩৩৫১
উত্তরগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
নোটিশ
সভাপতি মহোদয়ের বাণী
মো:সোহেল রানা

মো:সোহেল রানা

সভাপতি

+৮৮০১৭১০০০১২০৮

sohel@gmail.com

শিক্ষায় শক্তি, শিক্ষায় উন্নতি ।

মহাদেবপুর উপজেলার একটি ইতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নাম উত্তরগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information and communication Technology- ICT) মানুষের জীবন ধারনের পদ্ধতিকে বদলে দিয়েছে - জীবনকে করেছে  সহজ ও আনন্দময়। শিক্ষাক্ষেত্রে  ও তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি  যোগ করেছে নতুন মাত্রা।  আইসিটি স্থান করে  নিয়েছে  গ্রামের  বিদ্যালয়ের সেই ছোট্ট শ্রেণিকক্ষেও- যেখানে  শিক্ষার্থীদের  বই খাতার পাশাপাশি  কম্পিউটারেও শিখতে  শুরু করেছে। জাতীয়  শিক্ষানীতি ২০১০ এর আলোকে  আধুনিক   জ্ঞান  বিজ্ঞান এবং সকল ক্ষেত্রে  তথ্য  ও যোগাযোগ  প্রযুক্তি  ব্যাবহারের মাধ্যমে নতুন  প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের  যোগ্য রুপকার হিসাবে  গড়ে তোলে "ভিশন ২০৪১" বাস্তবায়নের জন্য এই ওয়েবসাইট  অত্যন্ত সহায়ক ভুমিকা  পালন করবে বলে  আমি বিশ্বাস  করি। মূলত শিক্ষক, শিক্ষার্থী  এবং অভিভাবক  এই তিন জনের নিকট তথ্য,উপাত্ত সহজ ও দ্রততার সহিত  পৌঁছানো এবং তথ্যপ্রযুক্তির  সর্বোত্তম  ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন  দপ্তর এবংঅন্যান্য সরকারি অফিসের যোগাযোগ  করা এই ওয়েবসাইটের লক্ষ্য।  নওগাঁ জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান  উত্তরগ্রাম  দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়,  ইতোমধ্যে  সকল  শিক্ষকদের নিয়ে " মাল্টিমিডিয়া ক্লাসরুম" বিষয়ক অভ্যন্তরিন প্রশিক্ষণ  সম্পন্ন হয়েছে।  এই ওয়েবসাইটটি খোলার  মাধ্যমে  বিদ্যালয়ের সামগ্রিক  মান উন্নয়ন  ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত  করনে একটি  নতুন  মাত্রা যুক্ত  হবে  এই প্রত্যাশাা করছি। 


উত্তরগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়

শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও সমাজ সেবক মরহুম  আলীম উদ্দীন  কবিরাজ ০২/০১/১৯৪২ উত্তরগ্রামএম,ই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে  সেটাকে জুনিয়র  বিদ্যালয়  উন্নীত করেন । ১৯৬৭ সালে উত্তরগ্রাম ইউ পি এম উচ্চ বিদ্যালয়  নামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর  অধীনে SSCপরীক্ষায় অংশগ্রহণ করে। ১৯৭৯ সাল হতে  উত্তরগ্রাম উচ্চ বিদ্যালয় হিসাবে রুপ নেয়। ১৯৮২সালে উত্ত...

যোগাযোগ
  • উত্তরগ্রাম, মহাদেবপুর, নওগাঁ।
  • (+৮৮০) ০১৩০৯-১২৩৩৫১
  • uttargramblhighschool@gmail.com
  • http://uttargramblhighschool.edu.bd