uttargramblhighschool@gmail.com ০১৩০৯-১২৩৩৫১
উত্তরগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
নোটিশ
প্রধান শিক্ষকের বাণী
মোঃ ফজলুর রহমান

মোঃ ফজলুর রহমান

প্রধান শিক্ষক

+৮৮০১৭১৮২২০২৬৯

fazlur.uttargram@gmail.com

মহাদেবপুর উপজেলার  প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর মধ্যে উত্তরগ্রাম দ্বি-মুখী উচ্চ  বিদ্যালয় অন্যতম ।   শিক্ষায়, শক্তি, শিক্ষায় জাতির  মেরুদণ্ড, শিক্ষার জন্য শিক্ষিত জাতির  জন্য দেশ ও জাতির  কৃষ্টি,সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের  ধারক হিসাবে যুগযুগ ধরে   এক সামাজিক প্রতিষ্ঠান  হলো  শিক্ষা প্রতিষ্ঠান।  বর্তমান  বিশ্ব এমন জ্ঞান  বিজ্ঞান এগিয়েছে অনেকেটা,আধুনিক  তথ্য প্রযুক্তির  অত্যাধুনিক ধারায় সিক্ত করেছে নিজেদেরকে। বর্তমান সরকারের  ভিশন২০৪১ ডিজিটাল  বাংলাদেশ  গড়ার ক্ষেত্রে     আমরা    ও  দৃঢ় প্রত্যয়ী।প্রতিষ্ঠানের  কার্যক্রমকে আধুনিকায়ন ও যুগোপযোগী  করার লক্ষে বিভিন্ন   প্রকল্প হাতে  নেওয়া হয়েছে। সেই প্রকল্পের একটি অংশ হিসাবে  ওয়েবসাইটের সূচনা করি আমরা ও চাই শুধু বাংলাদেশ  নয় সারা পৃথিবীর  মানুষের  আমাদের  প্রিয়  প্রতিষ্ঠান উত্তরগ্রাম দ্বি-মুখী  উচ্চ বিদ্যালয়কে পরিচয়  করিয়ে দিতে। তাই  আমাদের  ওয়েবসাইটটি উন্মুক্ত  করে ছড়িয়ে  দিতে চাই সর্বত্র। এর ফলে  শিক্ষক  শিক্ষার্থী  ও অভিভাবকের মধ্যে সুসম্পর্ক  তৈরী  হবে। যার মাধ্যমে আমাদের  প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী  ও অভিভাবক বৃন্দ ঘরে বসেই পরীক্ষার  রুটিন ফলাফল সিলেবাস  রিডিংচাট হাজিরা ভর্তি ফর্ম পাবে। অভিভাবকরা   ও ঘরে বসে  সন্তানের পরিক্ষার ফলাফল  পাবে । এই ওয়েবসাইটটি খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক  মান উন্নয়ন  ও তথ্যের অবাধ  প্রবাহ  নিশ্চিত  করনে একটি  নতুন মাত্রা যুক্ত হবে এই    প্রত্যাশা করছি। 


উত্তরগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়

শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও সমাজ সেবক মরহুম  আলীম উদ্দীন  কবিরাজ ০২/০১/১৯৪২ উত্তরগ্রামএম,ই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে  সেটাকে জুনিয়র  বিদ্যালয়  উন্নীত করেন । ১৯৬৭ সালে উত্তরগ্রাম ইউ পি এম উচ্চ বিদ্যালয়  নামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর  অধীনে SSCপরীক্ষায় অংশগ্রহণ করে। ১৯৭৯ সাল হতে  উত্তরগ্রাম উচ্চ বিদ্যালয় হিসাবে রুপ নেয়। ১৯৮২সালে উত্ত...

যোগাযোগ
  • উত্তরগ্রাম, মহাদেবপুর, নওগাঁ।
  • (+৮৮০) ০১৩০৯-১২৩৩৫১
  • uttargramblhighschool@gmail.com
  • http://uttargramblhighschool.edu.bd