uttargramblhighschool@gmail.com ০১৩০৯-১২৩৩৫১
উত্তরগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়
নোটিশ
প্রতিষ্ঠানের ইতিহাস

শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও সমাজ সেবক মরহুম  আলীম উদ্দীন  কবিরাজ ০২/০১/১৯৪২ উত্তরগ্রামএম,ই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে  সেটাকে জুনিয়র  বিদ্যালয়  উন্নীত করেন । ১৯৬৭ সালে উত্তরগ্রাম ইউ পি এম উচ্চ বিদ্যালয়  নামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর  অধীনে SSCপরীক্ষায় অংশগ্রহণ করে। ১৯৭৯ সাল হতে  উত্তরগ্রাম উচ্চ বিদ্যালয় হিসাবে রুপ নেয়। ১৯৮২সালে উত্তরগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়  নামে আবার রুপ নেয়। বর্তমানে  বিদ্যালয়টি বিজ্ঞান ও মানবিক  বিভাগ চালু আছে। এখানে আধুনিক প্রযুক্তি  মাল্টিমিডিয়া  সিস্টেমে উচ্চতর প্রশিক্ষনপ্রাপ্ত  দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের  মাধ্যমে  পাঠদান পরিচালিত হয়ে আসছে। বর্তমানে  প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থী সংখ্যা ২৮৮ এর অধিক। সম্প্রতি বোর্ড পরক্ষীর ফলাফল  এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা  ক্রমশঃ  বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠান থেকে  পাশ করে যাওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল, রুয়েট,খুয়েট, চুয়েট সহ দেশখ্যাত উচ্চতর বিদ্যাপীঠে পাশ করে  সমাজে প্রতিষ্ঠিত  হচ্ছে।  নিয়মিত  শিক্ষাক্রমের পাশাপাশি  সহশিক্ষা  কার্যক্রমে অংশগ্রহণ করে শিক্ষার্থী নৈতিকথা আদর্শ পরমসহিষ্ণু ও সহবত শেখার  পরিবেশ  পাচ্ছে ।  তাছাড়া  ক্রীড়া  ক্ষেত্রে এ প্রতিষ্ঠান উপজেলা  ও জেলা পর্যায়ে শীর্ষ স্থান অধিকার  করে  রয়েছে। পরিশেষে  বলা যায় শিক্ষা  বঞ্চিত  দরিদ্র পীড়িত  স্বল্প আয়ের  মানুষের  সন্তানদের  শিক্ষা  নিশ্চিতের  লক্ষে মরহুম আলীম উদ্দীন কবিরাজ অত্র এলাকায় যে আলোক বর্তিকা জ্বালিয়েছিলেন তা আজ সারা উত্তর গ্রামের মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান  হিসাবে  আত্মপ্রকাশ  করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠাতা মরহুম আলীম উদ্দীন কবিরাজ  এই প্রতিষ্ঠানকে নিয়ে যে স্বপ্ন  দেখতেন সকলের আশা পুরুন হতে চলেছে। 


উত্তরগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়

শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও সমাজ সেবক মরহুম  আলীম উদ্দীন  কবিরাজ ০২/০১/১৯৪২ উত্তরগ্রামএম,ই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে  সেটাকে জুনিয়র  বিদ্যালয়  উন্নীত করেন । ১৯৬৭ সালে উত্তরগ্রাম ইউ পি এম উচ্চ বিদ্যালয়  নামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর  অধীনে SSCপরীক্ষায় অংশগ্রহণ করে। ১৯৭৯ সাল হতে  উত্তরগ্রাম উচ্চ বিদ্যালয় হিসাবে রুপ নেয়। ১৯৮২সালে উত্ত...

যোগাযোগ
  • উত্তরগ্রাম, মহাদেবপুর, নওগাঁ।
  • (+৮৮০) ০১৩০৯-১২৩৩৫১
  • uttargramblhighschool@gmail.com
  • http://uttargramblhighschool.edu.bd